ইমার্জিং এশিয়া কাপ : কক্সবাজারে চার স্তরের নিরাপত্তা

ইমার্জিং এশিয়া কাপ উপলক্ষে কক্সবাজারের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন।

তিনি জানিয়েছেন, মাঠ, বিমানবন্দর, খেলোয়াড়দের আবাসিক স্থান এ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে। আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে যে রকম নিরাপত্তা দরকার পুলিশের পক্ষে তার সব নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের ভেন্যু শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক। এখানে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশে খেলা শেষ হবে।

এ সময় তার সঙ্গে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলসহ স্টেডিয়ামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এশিয়ার আট দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম দিনেই নিজ নিজ ম্যাচে মাঠে নামবে অংশগ্রহণকারী দলগুলো। যার মধ্যে কক্সবাজারে ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। একই ভেন্যুতে ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।



মন্তব্য চালু নেই