ইমরান হাসমির ছবির ধামাক্কা ট্রেলার (ভিডিও)

প্রথম পোস্টারের পর এবার মুক্তি পেল হামারি অধুরি কাহানির প্রথম ট্রেলর। আর প্রথম ট্রেলর মুক্তির পর থেকেই প্রশংসায় ভরে গিয়েছেন পরিচালক মোহিত সুরি। ডার্টি পিকচার ও ঘনচক্করের পর এই নিয়ে তৃতীয়বার পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন ইমরান হাসমি, বিদ্যা বালন জুটি।

ট্রেলরের প্রথমেই দেখা যাচ্ছে মদ্যপ যুবক হরিকে (রাজকুমার রাও)। লম্বা চুল, দাড়ি, নোংরা পোশাকের হরি দরজা থেকে বেরোতে বেরোতে চিত্কার করছেন, “পতি হু ম্যায় তেরা(আমি তোমার স্বামী)”।

অন্যদিকে, বিদ্যা বালন আপ্রাণ চেষ্টা করছেন তাকে বাইরে যাওয়া থেকে রুখতে। দরজার বাইরেই হরির অপেক্ষায় রয়েছে পুলিসের গাড়ি। পুলিশ হরিকে গাড়িতে তুলে নিয়ে বাধা দিতে যান বিদ্যা। কিন্তু, না পেরে গাড়ির পিছনেই ছুটতে থাকেন। অবশেষে পড়ে যান তিনি। আর তখনই চোখাচোখি হয় ইমরান হাসমির সঙ্গে।

এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও, মধুরিমা তুলি, আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর ও সারা খান। বিশেষ চরিত্রে রয়েছেন অমলা আক্কিনেনি। মোহিতের অন্যান্য চলচ্চিত্রের মতো এতেও থাকছে সুরের মায়াজাল। যার রেশ ট্রেলারেও পাওয়া গেছে। সঙ্গীত করেছেন অমিত মিশ্র, জিত্‍ গাঙ্গুলি ও মিঠুন।

Read read1 read3



মন্তব্য চালু নেই