ইমরানের সাথে কাজে অস্বীকৃতি ঐশ্বরিয়ার
পরিচালক মিলান লুথরিয়া তার পরের ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন ঐশ্বরিয়াকে। এ নিয়ে কথাবার্তাও কিছু দূর এগিয়েছে। ঐশ্বরিয়া হ্যাঁ বলেননি, তবে না-ও করেননি। গত কিছু দিন এ কথাই শোনা গেছে বিটাউনে।
কিন্তু এবার শোনা যাচ্ছে ভিন্ন খবর। ঐশ্বরিয়া নাকি বেঁকে বসেছেন। কারণ, ওই ছবিতে থাকছেন ইমরান হাশমি। আর এই ‘সিরিয়াল কিসার’-এর সাথে বেশ কিছু দৃশ্যে অভিনয় করতে হবে ঐশ্বরিয়াকে। বেঁকে বসার কারণ এটাই!
একবার করণ জোহরের এক টক শো-তে ঐশ্বরিয়াকে ‘প্ল্যাস্টিক অভিনেত্রী’ বলেছিলেন ইমরান। ওই ঘটনার দুই বছর হয়ে গেছে, কিন্তু এখনো তা মনে রেখেছেন প্রাক্তন বিশ্ব-সুন্দরী। আর তাই ইমরানের সাথে পর্দা ভাগাভাগি করতে চাইছেন না তিনি।
মন্তব্য চালু নেই