ইমজির সঙ্গে মিলিয়ে বলিউড তারকাদের মুখ!
আজকাল ইমোজিস দিয়েই প্রায় অর্ধেক কথা মেরে ফেলছেন নেট-বাসীরা৷ প্রেম, রাগ, দুঃখ বা ইমশন সে যাই হোক না কেন, এক ইমোতেই বাজিমাত করে ফেলছেন অনেকেই৷ ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটস অ্যাপ চ্যাট বক্স, রকমারি ইমো-তে এখন ঝাচকচকে নেট-দুনিয়া৷ তবে জানেন কি, আজ ওয়ার্ড ইমজিস ডে৷ আর এইদিনে ইমোদের সঙ্গে মিলিয়ে জুরে দেয়া হলো বলিউড তারকাদের মুখের ছবি। মিলিয়ে দেখুন তো একই রকম লাগছে কিনা?
১. বিয়িং কুল…বলির সুপার কুল হিরো শহিদ কাপুর।
২. গ্রিকি…চসমিস নায়না ওরফে দিপীকা পাড়ুকোন।
৩. উইঙ্ক..ঐশ্বরিয়ার উইনকি আইস৷
৪. লাভ স্ট্রাক… কিংখানের এই ফেস টা নিয়ে নতুন করে কিছু বলারই নেই।
৫. টিয়ারেস উইথ লাফটটার…সালমান এর মন ভোলানো হাসি, আরেকটু হলেই পানি বেড়িয়ে পড়বে চোখ দিয়ে৷
৬. টাঙ আউট… রণবীরকে তো ফ্যান মহলে নটি বয় বলেই চেনে সবাই, তাই ইমোজির সাথে ছবিটা মিলেছেও বেশ৷
৭. কিস… বলিউডের সুইট গার্ল পরিনীতি চোপড়া৷
৮.স্যাড উইথ টিয়ার্য়… বেশীর ভাগ ক্ষেত্রেই আমির খান কথা শেষ করে থাকেন কান্না দিয়েই।
৯. হ্যান্ডস্ অন স্মাইলি… পিগি চপস পিয়াঙ্কা চোপড়া৷
১০. স্মাইলি… ক্যাটরিনার মিষ্টি হাসি৷
১১. ও.এম.জি… সোনাক্ষী খুব অবাক হয়েছেন আমাদের এসব কীর্তি কলাপ দেখে৷
১২. শেষেরটা, এক্কেবারে রজনিকান্তের সুপার স্টাইল।
মন্তব্য চালু নেই