ইভটিজারকে ধাওয়া করে ধরে পুলিশে দিলেন অ্যাথলেট

প্রতিবাদ না করলে মানুষরুপী পশুগুলো আরও বেশি আস্কারা পেয়ে যায়। তাই প্রতিবাদ করতেই হবে।

সাহসী হয়ে এগিয়ে আসতে হবে মেয়েদের। এমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের দুই বারের অলিম্পিকে যাওয় অ্যাথলেট কৃষ্ণা পুনিয়া। ইভটিজারকে ধাওয়া করে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন তিনি।

৬ বছর আগে কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলেট প্রকৃত হিরো হয়ে গেলেন রাজস্থানে। পুনিয়া জানিয়েছেন, রাজস্থানের চুরুতে তিনি গাড়িয়ে চালিয়ে যাচ্ছিলেন। আচমকাই তার চোখে পড়ে মোটরসাইকেল আরোহী ৩ যুবক এক তরুণীকে হেনস্থা করছিল। পুনিয়া সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করতেই তারা বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি।

সাহসী পুনিয়া গাড়ি চালিয়ে একজনকে হাতেনাতে ধরে ফেলেন। টানতে টানতে নিয়ে যান পুলিশ স্টেশনে। পাশাপাশি অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনাটি উল্লেখ করে পুনিয়া বলছেন, “ওই মেয়ের জায়গায় আমার মেয়েও থাকতে পারত। এটা ভেবেই আমি ছুটে যাই। যেখানে এই ঘটনাটি ঘটে সেখান থেকে দুমিনিট দূরত্বে থানা। কিন্তু আমি পুলিশকে দুদফায় ফোন করার পরেও তাদের আসতে অনেক সময় লেগে যায়। এভাবে চললে পুলিশ কী করে মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করবে?”



মন্তব্য চালু নেই