ইভটিজারকে থানার ভেতরেই জুতাপেটা করল এক স্কুল ছাত্রী! (ভিডিও)

এক স্কুল ছাত্রী ইভটিজারকে থানায় ডেকে এনে জুতোপেটা করলেন৷ তবে ঘটনাটি বাংলাদেশে নয়, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলিভিতের৷ এবং এর সাথে সাথে মেয়েদের দুর্বল না ভাবারও হুঁশিয়ারি দিয়েছেন এই মেয়েটি৷

জানা গেছে, ওই ইভটিজারকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ওই স্কুল ছাত্রী৷ এরপরেই বাবার সঙ্গে থানায় পৌঁছে পুলিশের সামনেও এই যুবককে জুতোপেটা করে৷ তবে মজার ঘটনা, স্কুল ছাত্রী ওই যুবককে মারছে দেখেও কোনও পদক্ষেপ নেননি পুলিশ আধিকারিকরা, বরং তারা ব্যস্ত ছিলেন ঘটনার ভিডিও তুলতে৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর পিলিভিতের এসপি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷

eve1

জানা যায়, অভিযুক্ত যুবকের নাম অঙ্কিত রাজপুত৷ সে শহরের সরস্বতী বিদ্যামন্দির ইন্টার কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের উদ্দেশ্যে কটুক্তি ও গালিগালাজ করত৷ স্কুল ছাত্রীর অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে অঙ্কিত তাকে দেখে কটূক্তি করে৷ ছাত্রী ঘটনার প্রতিবাদ করলে সে তাকে গালিগালাজ করতে থাকে৷ স্কুল ছাত্রী সেসময় সেখান থেকে চলে গেলেও সে অঙ্কিতের দিকে খেয়াল রাখে৷

এরপর যখন অঙ্কিত যখন পুরনপুর থানার সামনে দিয়ে যাচ্ছিল সেসময়ই স্কুল ছাত্রী তার পথ আটকায় ও তাকে পুলিশের হাতে তুলে দেয়৷ বাড়ি পৌঁছে সে তার পরিবারকে ঘটনার কথা জানায় ও বাবা সঙ্গে নিয়ে সে ফের থানায় আসে৷ থানায় পৌঁছেই সে অঙ্কিতকে মারধর ও জুতোপেটা করে৷ অঙ্কিতকে ক্ষমা চাইতে বাধ্য করে ওই স্কুল ছাত্রী৷

iv

https://youtu.be/SAOqUpqwa28



মন্তব্য চালু নেই