ইব্রাহিমোভিচের নামে সার্চইঞ্জিন!

স্লাতান ইব্রাহিমোভিচ। সুইডেনের এ নামি ফুটবলার নানা খবর হয়ে ইন্টারনেটে প্রায়শই হাজির থাকেন। কিন্তু এবার হাজির হলেন স্বয়ং সার্চ ইঞ্জিন হয়ে!

সুইডেনের সুইটপপ (SweetPop) কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর আন্দ্রে কিলান্দার এই স্ট্রাইকারের জন্য একটি ওয়েবসাইট বানিয়েছেন। নাম দিয়েছেন Zlaaatan.com। এটা ইব্রাহিমোভিকের (৩৩) প্রতি সম্মানার্থে খোলা একটি বিশেষ সার্চ ইঞ্জিন যা ‘Zlatanified’ করা হয়েছে।

অর্থাৎ এটি মূলত গুগলের সঙ্গে লিংক করা তবে এতে যা কিছুই সার্চ দিন না কেন ইব্রাহিমোভিক সম্পর্কিত লিংকগুলোই আসবে।

যেমন: ফেরারি সার্চ দিলে স্লাতান ফেরারি, বার্গার সার্চ দিলে স্লাতান বার্গার এমন রেজাল্ট আসবে।

ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই সিউডো সার্চ ইঞ্জিনটি ব্যবহার করেছে। এটি চালু করা হয়েছে গত সপ্তাহে।



মন্তব্য চালু নেই