ইবি ফের বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ফের বন্ধ ঘোষণা করা হলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ক্যাম্পাসে সহিংসতার আশঙ্কায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভা শেষে ইবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান ।

সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক অচলবস্থার কারণে এবং সহিংসতার আশঙ্কায় শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিন্ডিকেটের সিন্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ছাত্র নিহতের ঘটনার জেরে গেলো বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি।



মন্তব্য চালু নেই