ইবিতে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ
ইবি পরীক্ষা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এক জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের ক্যাম্পাস্থ বাসভবনে এক জরুরী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ২২৮তম এ সভায় ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানা গেছে।
প্রক্টর অধ্যাপক ড. ত ম লোকমান হাকিম বলেন-‘সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে মিছিল, সভা, সমাবেশ সহ সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ ও অবস্থানের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
মন্তব্য চালু নেই