ইন্সটাগ্রামে চালু হলো লাইভ ভিডিও
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রাম লাইভ ভিডিও ফিচারটি চালু করেছে। ‘লাইভ অ্যাট অ্যানি টাইম’ নামে এই ফিচারটি ইউটিউব এবং টুইটারের লাইভ স্ট্রিমিং অ্যাপ ‘পেরিস্কোপের’ মতো হলেও এই ফিচারে একটি বিরাট পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তনটি হলো আপনি যখন আপনার সরাসরি সম্প্রচার শেষ করবেন তখন সাথে সাথে এই ভিডিও চিরতরে হারিয়ে যাবে। এ বিষয়ে ইন্সটাগ্রামের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, “আপনি যেকোনো সময় যেকোনো কিছু শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।”
নতুন এই ফিচারে কমেন্ট অপশন থাকবে এবং পপ-আপ ইমোজি ব্যবহার করা যাবে। এছাড়াও সরাসরি মেসেজ অপশনে ব্যবহারকারী যে কাউকে ছবি বা ভিডিও পাঠালে তা দেখার সাথে সাথে ডিলিট হয়ে যাবে। এমনকি যাকে পাঠানো হয়েছে সে যদি ঐ ছবি বা ভিডিওর স্ক্রিনশট নেয় তাহলে তা প্রেরকের কাছে নোটিফিকেশনও আসবে।
ফেসবুকের ইন্সটাগ্রাম অ্যাপটি দৈনিক ১০০ মিলিয়ন ব্যবহারকারী ব্যবহার করে থাকে।
সূত্র: বিবিসি, টেকক্রাঞ্চ
মন্তব্য চালু নেই