ইন্দোনেশিয়ার আকাশে ভিনগ্রহের যান ঘিরে চাঞ্চল্য
ভিনগ্রহের প্রাণীদের ব্যাপারে ধারণা আছে কমবেশি সবারই। অনেকেই এসব কথা হেসেই উড়িয়ে দেন। কিন্তু আসলেই যদি একটি ইউএফও এসে পড়ে আপনার সামনে, তখন কী করবেন ভেবেছেন কখনো? এমনই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার আকাশে৷
মঙ্গলবার সকালে হঠাৎই ইন্দোনেশিয়ার একটি অংশের আকাশে দেখতে পাওয়া বহু চর্চিত এই ভিনগ্রহীদের যান৷ সাংবাদিকেরা রিপোর্ট করেন যে একটি মেঘের স্তুপের পেছন থেকে বেরিয়ে আসছিলো এই যানটি।
এটির গতিবেগ ছিল প্রায় ঘণ্টায় ৫০০ মাইল৷ পরে ইউএফওটি হারিয়ে যায় মেঘের আড়ালে। স্থানীয়রা জানিয়েছেন, ইউএফওটি যখন আকাশ দিয়ে যাচ্ছিল তখন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওই অঞ্চলের রেডিও, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা।-কলকাতা২৪
মন্তব্য চালু নেই