ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল সানি (ভিডিও)
গত বছর গুগল সার্চ ইঞ্জিনে ‘মোস্ট সার্চড’ সেলিব্রেটির তালিকায় তিনি হার মানিয়েছেন ভারতীয় সব জনপ্রিয় সেলিব্রেটিদের। আর এ বছরও এ পর্যন্ত যা দেখা যাচ্ছে আগের অবস্থানটি সেই ধরে রাখবে। কারণ বছরের প্রথমেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে তার ভিডিও।
গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল, সানি লিওনের আগামী সিনেমা এক পেহেলি লীলা-র ট্রেলর। যা ইতিমধ্যে ইউটিউবে শোরগোল ফেলে দিয়েছে। ট্রেলরটি প্রকাশিত হওয়ার আটদিনের মধ্যেই তা সাফল্যের চূড়ায় পৌছিয়েছে। প্রায় ৭৩ লক্ষ বার ওই ট্রেলর দেখেছেন দর্শকরা। এই ট্রেলারে সানির উত্তেজক ভঙ্গিমাই যে দর্শকদের নজর টেনেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এই সিনেমাতে আগের থেকে অনেক বেশি কামার্ত রূপে ক্যামেরার সামনে এসেছেন সানি। এই প্রথম তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।
১০ এপ্রিল সিনেমাটির মুক্তি পাওয়ার কথা।
মন্তব্য চালু নেই