ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে সন্তানেরা? তাদের নিরাপত্তায় এই ৭টি কৌশল নিতে পারেন বাবা-মা
অবাধ তথ্য-প্রযুক্তির এই যুগে হাতের নাগালেই ইন্টারনেট। এই ডিজিটাল জগতের ভালোর পাশাপাশি খারাপ দিকও রয়েছে। নিজেদের সন্তানরা যাতে খারাপ দিকে ধাবিত না হয়, সেজন্য বাবা-মা’কে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ইন্টারনেটে শিশু-কিশোর সন্তানের নিরাপত্তায় বাবা-মায়ের কিছু করণীয় তুলে ধরা হলো-
১. সেলফোন মনিটরিং অ্যাপ দিয়ে কিশোর সন্তানের এসএমএস ও এমএমএস পর্যবেক্ষণ করুন।
২. সন্তানের মুঠোফোনের ক্ষতিকর অ্যাপগুলো ব্লক করে দিন।
৩. তাদের ইন্টারনেট ব্যবহার নিয়মিত পর্যবেক্ষণ করুন।
৪. আপনার অনুমতি ছাড়া যেন সন্তানেরা অনলাইনে কিছু কিনতে বা কোনো অ্যাপ না নামাতে পারে, সে ব্যবস্থা করে রাখুন।
৫. শিশুরা ইন্টারনেটে কীভাবে সময় ব্যয় করে তা জানুন।
৬. সম্ভব হলে সবাই দেখতে পায় এমন কোথাও কম্পিউটার রাখুন।
৭. মাঝেমধ্যে তাদের মুঠোফোনের ছবি ও চলচ্চিত্র খতিয়ে দেখুন
সূত্র: টেক ইনফোগ্রাফিকস
মন্তব্য চালু নেই