ইনি কীভাবে ‘টাইগার’ হলেন? এত দিনে ফাঁস ‘নামরহস্য’
তাঁর নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্লেষাত্মক মন্তব্যের অভাব হয়নি কোনওদিন। ‘টাইগার’ নামের বিড়ম্বনা পোহাতে হয়েছে জ্যাকি শ্রফের ছেলেকে। কিন্তু এই নাম তিনি ছাড়েননি।
জ্যাকি শ্রফের ছেলের নাম ‘টাইগার’ কেন? এ নিয়ে নানা কথা শোনা যায়। দু’বছর হল ইন্ডাস্ট্রিতে রয়েছেন। কিন্তু নামরহস্য ফাঁস করেননি এত শ্লেষ সহ্য করেও। শেষমেশ ‘আন্তর্জাতিক ব্যঘ্র দিবসে’ তিনি নিজেই ফাঁস করলেন সেই কথা।একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলায় কামড়ে দেওয়ার অভ্যাস ছিল তাঁর।
সেই থেকেই তাঁকে পরিবারের সকলে টাইগার বলে ডাকতে শুরু করেন। বড় হওয়ার পরে তাঁর কামড়ানোর অভ্যাস নিঃসন্দেহে গিয়েছে। কিন্তু নামটি পিছু ছাড়েনি। স্ক্রিনেও তিনি এই নাম নিয়েই আসেন। জ্যাকি-পুত্র জানিয়েছেন, ‘টাইগার’ নামটি তিনি পাল্টাবেন না। শেষ কথা, তাহলে তাঁর প্রকৃত নাম কী? জ্যাকি শ্রফের ছেলের আসল নাম হল জয়।
মন্তব্য চালু নেই