ইনজুরিতে অনিশ্চিত আগুয়েরো

গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার সময় হাটুতে আঘাত পান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। প্যালেসের ডিফেন্ডার স্কট ড্যানের মারাত্মক ট্যাকেলের শিকার হন আর্জেন্টিনা এ তারকা। আর এতেই ম্যাচের ২৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে।

আর তাই উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মঙ্গলবার জুভেন্টাসের বিপক্ষে খেলাতে অনেকটা অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি।

রোববার আগুয়েরোর হাঁটুতে প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে। সোমবার এ নিয়ে আরো বিস্তর বিশ্লেষণ করার কথা রয়েছে। এর পরই তার ইনজুরি নিয়ে বিস্তারিত জানা যাবে।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি-জুভেন্টাস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১টায়।



মন্তব্য চালু নেই