ইথিওপিয়ার আদিবাসীদের হিপস্টার স্টাইল
স্প্যানিশ ফটোগ্রাফার অ্যালেক্স ফ্রাঙ্কো ইথিওপিয়ার ফ্যাশন-সচেতন ওমো ভ্যালির আদিবাসীদের অনেকগুলো ছবি সংগ্রহ করে একটি ডকুমেন্টেশন তৈরি করেন। এই ডকুমেন্টেশনের উপর ভিত্তি করে তিনি সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন তাদের সেই ব্যতিক্রমধর্মী ফ্যাশনকে।
‘কোকা-কোলা’ এবং ‘ওবামা’র ছবি অঙ্কিত টি-শার্ট আর সেই সাথে চুলে নানা বর্ণের হেয়ার ক্লিপ ও তাদের ঐতিহ্যবাহী ‘বীডস’ – সবকিছু মিলিয়ে ছেলে ও মেয়ে সকলকেই যেন শহুরে হিপস্টারদের মতো লাগছে। যদিও এটি এমন একটি স্টাইল যা সামাজিক গণমাধ্যম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন।
তাঁর এই ডকুমেন্টেশনে আরও এসেছে ওমো ভ্যালি’র স্কারটিং ফ্যাশন। এ নিয়ে তিনি বলেন, ‘যেখানেই তাদের দেখা যায়, সব যায়গাতে আপনি তাদের অপরূপ এক পোজে দেখতে পাবেন; সব যায়গাতেই আপনি তাদের অপরূপ এক পোজে দেখতে পাবেন।’
তিনি আরও বলেন, ‘ফ্যাশনে বিভিন্ন রঙ সংমিশ্রণে তাদের রয়েছে অসাধারণ বোধশক্তি।’
ফটোগ্রাফার ফ্রাঙ্কো বিশ্বাস করেন, পশ্চিমা বিশ্বের ফ্যাশনের প্রভাব থেকে তারা সম্পূর্ণরূপে মুক্ত এবং ইন্টারনেট, ম্যাগাজিন কিংবা বইয়ের প্রকাশিত তথ্য নিয়েও তারা চিন্তিত নয়।
মন্তব্য চালু নেই