ইতোমধ্যে বিয়ের দাওয়াতপত্র বিতরণ শুরু করছে বিপাশা-করণ!
চলতি বছরকে বলিউডের সেলিব্রেটি দম্পতির বিচ্ছেদ এবং বিবাহবন্ধনের বর্ষ হিসেবে মনে হতে পারে। ২০১৬ সালের শুরুর দিকে অর্থাৎ গত মাসে বিচ্ছেদ ঘটেছে অারবাজ ও মালাইকরা অরোরা খানের। অপরদিকে, অনেকটা গোপনে বিবাহবন্ধনে অাবদ্ধ হয়েছেন প্রীতি জিনতা। এছাড়া বিয়ে করেছেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর।
গাঁটছড়া বাঁধার এই ধারায় যুক্ত হচ্ছেন আরেক অভিনেত্রী বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। বাতাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব গুজব সত্যি হলে আগামী ৩০ এপ্রিল জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এ দুজন। এ লক্ষ্যে তাদের বিবাহের প্রস্তুতি মনে হচ্ছে পুরোদমে এগিয়ে চলছে। ‘পিঙ্কভিলা’ নামে একটি সেলিব্রেটি ওয়েবসাইট তাদের এক প্রতিবেদনে জানায়, বিপাশা ও করণ নাকি ইতোমধ্যে তাদের বিয়ের দাওয়াতপত্র বিতরণ শুরু করে দিয়েছেন।
মন্তব্য চালু নেই