ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিতে রোনালদো, তবুও চিন্তিত নন!

ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিতে রোনালদোর নাম। কর ফাঁকি কেলেঙ্কারিতে কাতালুনিয়া বিপর্যস্ত, এবার সেই তীর ধেয়ে আসছে মাদ্রিদের দিকে। ‘ফুটবল লিকস’-এর দাবি তারা ক্রীড়াঙ্গনের ইতিহাসের সবচেয়ে বড় কর কেলেঙ্কারি ফাঁস করেছে, যেখানে রিয়াল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো অভিযুক্ত ১৫০ মিলিয়ন ইউরো ‘অফশোর অ্যাকাউন্ট’-এ পাচার করায়।

স্পেনের ‘এল মুন্দো’সহ ইউরোপের শীর্ষ বেশ কয়েকটি পত্রিকায় গত সপ্তাহে এ খবর প্রকাশের পর স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে যায়। যার পরিপ্রেক্ষিতে ক্লাব রিয়াল মাদ্রিদকেও বিবৃতি দিতে হয়েছে পর্তুগিজ তারকার পক্ষ নিয়ে। সংবাদমাধ্যম মুখিয়ে ছিল রোনালদোর নিজের বক্তব্য শোনার জন্য। বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে থেমে সেই প্রশ্নে রোনালদোর উত্তর, ‘ভাবছেন আমি এ নিয়ে চিন্তিত? যার কারো কাছে কোনো ঋণ নেই, তার ভয়েরও কিছু নেই। ’

স্পেনের কর কর্তৃপক্ষ জানিয়েছে তারা বিষয়টা খতিয়ে দেখবে, তবে নেতিবাচক কোনো কিছু তারাও আশা করছেন না। তবে মিডিয়ায় গুঞ্জন থেমে নেই। ইউরোপের শীর্ষ সব মিডিয়ার আন্তর্জাতিক কনসোর্টিয়ামই খবরগুলো প্রকাশ করছে। ফলে পর্তুগিজ তারকার জেল জরিমানা নিয়েও হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। এরই মধ্যে রোনালদোর ম্যানেজমেন্ট কম্পানি ‘গেস্টিফিউট’ পরশু এই তারকার ২০১৫ সালের আয়ের নথি তুলে ধরেছে সবার সামনে। যেখানে দেখা যাচ্ছে গত মার্চে স্পেনের কর কর্তৃপক্ষকেও ২২৫ মিলিয়ন ইউরোর সেই আয় তারা দেখিয়েছে। শেষ পর্যন্ত বিষয়টা কোথায় দাঁড়ায় তা এখনই অনুমান করা যাচ্ছে না। তবে সিআরসেভেনকে মাঠের খেলায় মনোযোগ ফেরাতেই হচ্ছে।

আজ দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লিগ ম্যাচে বিশ্রাম নিয়ে সোমবার দলের সঙ্গেই তিনি জাপানের পথে উড়াল দিচ্ছেন। লিগ, চ্যাম্পিয়নস লিগ একপাশে সরিয়ে রেখে জিনেদিন জিদানের শিষ্যদের শুরু হবে ক্লাব বিশ্বকাপ জেতার মিশন। গত তিন বছরের মধ্যে তাদের দ্বিতীয়বারের মতো এ শিরোপা জেতার সুযোগ। উয়েফা চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সেমিফাইনালে খেলবে লস ব্লাঙ্কোস। কাশিমা আন্টলার্স ও দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউন্সের বিজয়ী দলের বিপক্ষে তাদের সেই ম্যাচ আগামী বৃহস্পতিবার।

রোনালদোর ভাবনা শুধু সেই ম্যাচ নয় শিরোপা জেতা নিয়েই, ‘এর আগেও আমি দুইবার (প্রথমবার ম্যানইউর হয়ে) এ শিরোপা জিতেছি। এবারও জাপানে অন্য কোনো উদ্দেশ্যই নেই আমাদের শিরোপা জেতা ছাড়া। ’ দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের আজই আবার বিশেষ দিন। গত জানুয়ারিতে এই লা করুনাকে ৫-০ গোলে হারিয়েই রিয়ালের প্রধান হিসেবে তাঁর পথচলা শুরু। আজ ক্লাব ইতিহাসে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ার হাতছানিও তাঁর রিয়ালকে নিয়ে।

বার্সেলোনা তার আগেই অবশ্য নেমে যাবে ওসাসুনার মাঠে। তাতে ৬ পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনার সুযোগ তাদের। এল ক্লাসিকোতে ড্রয়ের হতাশার পর বার্সা জয়ে ফিরেছে ভালোভাবেই। চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে গড়েছে পাসের রেকর্ড। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার বিশ্বাস মৌসুমে শেষ পর্যন্ত তারা ঠিকই লড়ে যাবে শিরোপার জন্য, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের মধ্যে সেই বিশ্বাসটা ফিরে এসেছে আমরা কী করতে পারি। আমি নিশ্চিত মৌসুমের শেষ মাসে সবকয়টা শিরোপার জন্যই আমরা লড়ে যাব।



মন্তব্য চালু নেই