ইতালীয়কে হত্যা জঙ্গি সংশ্লিষ্ট নয়
সোমবার রাজধানীর গুলশানে ইতালির নাগরিককে হত্যার ঘটনা জঙ্গির সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীদের এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া নাগরিকদের বাংলাদেশ সফরে সতর্কতা জারি করেছে বিষয়টি আপনার কীভাবে দেখছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তাদের রুটিন ওয়ার্ক। এনিয়ে ষড়যন্ত্রের কিছু দেখছি না।’
তিনি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জরিপে বেরিয়ে এসেছে, তাদের চেয়েও বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি ভালো। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হয়ে আসছে। অতএব, ইতালীয়কে হত্যার সঙ্গে কোনো জঙ্গির সংশ্লিষ্টতা নেই। এটা বিচ্ছিন্ন ঘটনা।’
জঙ্গি হামলার অজুহাতে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল আসছেন না এবং ওই সময়ই ইতালিয়ান নাগরিককে হত্যা করা হয় এ বিষয়টিকে আওয়ামী লীগ কীভাবে দেখছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি কথাটা শুধুই অজুহাত। এগুলো মিথ্যাচার ও অপপ্রচার। বাংলাদেশ জঙ্গি দমনে সফল, এটা সারাবিশ্বে স্বীকৃত। মানুষ এটা বিশ্বাস করে না। বাংলাদেশ জঙ্গি দমনে সফল, এটা সারাবিশ্বে স্বীকৃত। বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে কোনো সময় জঙ্গি হামলা ঘটেনি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের সর্বোচ্চ ও সর্বোত্তম নিরাপত্তা দেয়া হবে।’
তিনি বলেন, ‘জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দেড়টায় যখন জাতিসংঘরে কর্মসূচি শেষ করে দেশে ফিরবেন তখন তাকে বাংলার জনগণের পক্ষে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দেয়া হবে।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আহমদ হোসেন, আব্দুর রাজ্জাক, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজহ, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, কাপ্টেন (অব.) তাজুল ইসলাম, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস প্রমুখ।
মন্তব্য চালু নেই