ইতালির জয়রথ অব্যাহত

গ্রাজিয়ানো পেল্লের গোলে মাল্টাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০১৬ ইউরো বাছাই পর্বে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

সোমবার মাল্টার তাকালি জাতীয় স্টেডিয়ামে ইতালির হয়ে প্রথম গোল করার নজির দেখান সাউদাম্পটন ফরোয়ার্ড গ্রাজিয়ানো পেল্লে। খেলার ১০ মিনিটে আজ্জুরিদের পক্ষে একমাত্র গোলটি করেন তিনি। ম্যানুয়েল পাসকুয়েলের কর্নার কিক থেকে গোল আদায় করেন পেল্লে।

এই জয়ের মাধ্যমে ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ থেকে পূর্ণ নয় পয়েন্ট আদায় করে ইতালি। তবে জয়রথ অব্যাহত থাকলেও এদিন পয়েন্ট টেবিলের দুই নাম্বারে নেমে যায় আজ্জুরিরা। কারণ সোমবার বড় জয় পাওয়া ক্রোয়েশিয়া টেবিলের শীর্ষে উঠে এসেছে।

তালিকার তিন নাম্বারে আছে নরওয়ে। এর পরের তিনটি স্থান অর্থাৎ, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে বুলগেরিয়া, মাল্টা ও আজারবাইজান।



মন্তব্য চালু নেই