ইটের স্তুপে পড়াশোনার সাড়া জাগানো কাহিনী!

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাজানো ইটের স্তুপে শিশু জিয়োং জিংয়ের (১১) পড়াশোনার ছবি বেশ সাড়া ফেলেছে। অধিকাংশ শিশুদের জন্য উইকেন্ড যেখানে পড়াশোনা ভুলে যাওয়ার উপলক্ষ, জিয়াং সেখানে ব্যতিক্রম। প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী বাবা-মার কর্মস্থলে গিয়ে পড়াশোনায় সময় কাটায়।

চীনের পিউপিলস ডেইলি অনলাইনের সহযোগী হুয়ানকিউ.কম সূত্রে মেইল অনলাইন জানায়, জিয়ংয়ের বাবা জিয়ং জিয়ানগু এবং তার মা ঝ্যাং ইউলান দুইজনের সিচুয়ান কাউন্টিতে রাজমিস্ত্রী হিসেবে কাজ করে। সেখানকার এক ছোট গ্রামে বাস তাদের।

উইকেন্ডে বন্ধুদের সাথে খেলার পরিবর্তে বাবা-মার সাথে তাদের কর্মস্থলে যায় ছোট্ট মেয়েটি আর অপেক্ষার সময়টুকু সে কাটায় হোমওয়ার্ক করে।

জিয়াংয়ের বাবা তার বই ও পেন্সিল রাখার জন্য দিয়ে চেয়ার-টেবিল বানিয়ে দিয়েছে ইটের সারি সাজিয়ে। এমনই কয়েকটি ছবিতে দেখা যায় জিয়োং জিং ইটের চেয়ারে বসে তার স্কুলওয়ার্ক করছে। ছবিগুলো ১৬ এপ্রিলের।

চাইনিজ সামাজিক মাধ্যমে এই ছবি দেয়ার পর তা বেশ সাড়া ফেলে। অনেকেই জানান, ছবিটি তাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দিলো।

একজন কমেন্ট করেন, এটা আমার পুরোনো স্মৃতিগুলো মনে করিয়ে দেয়।

আরেকজন লিখেছেন, মেয়েটি ভাগ্যবান যে তার বাবা-মার সাথেও তাকেও কাজ করতে হচ্ছে না।



মন্তব্য চালু নেই