ইটিভির টকশোতে মারামারি (ভিডিও)
সোমবার দিবাগত রাত ১২টার পর ইটিভির ‘একুশের রাত’ টকশোতে মল্লযুদ্ধে অবতীর্ন হন অধ্যাপক ড. শহীদুজ্জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রশিদ (অব.)।
অনুষ্ঠানের প্রযোজক মাসুদুল হাসান রনি। আর উপস্থাপক মঞ্জুরুল আলম পান্না। উপস্থাপক বিরতিতে গিয়ে হাতাহাতি থামানোর চেষ্টা করেন।
প্রযোজক এবং উপস্থাপক এই হাতাহাতি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। আর দুই আলোচকের সঙ্গে যোগাযোগ করেও তাঁদের পাওয়া যায়নি।
এর আগে বেসরকারি টেলিভিশন আর টিভির টকশোতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মধ্যে মারামারির উপক্রম, মন্ত্রীর হুমকি-ধমকি ও মারমুখো ভূমিকা নিয়ে সারা দেশে টকশো দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল।
এছাড়া একাত্তর টেলিভিশনের ওই টক শোতে নারায়ণগঞ্জের আলোচিত সাংসদ এ কে এম শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাটিও মিডিয়ায় বেম চাঞ্চল্যের সৃষ্টি করে।
দেখুন টকশোর সেই মারামারি:
মন্তব্য চালু নেই