ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
ঝিনাইদহ শহরে ব্যটারী চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মুসলিমা খাতুন (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার শহরের কেশবচন্দ্র মহাবিদ্যালয়ের (কেসি কলেজ) সামনে এ দুর্ঘটনা ঘটে। মুসলিমা খাতুন শৈলকুপা উপজেলার নাকৈল গ্রামের মশিউর রহমানের মেয়ে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মুসলিমা খাতুন কেসি কলেজে অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের ছাত্রী। মৃত মুসলিমা খাতুন কলেজ থেকে বের হয়ে অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন। এ সময় অসাবধানতা বশত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক নাজমুল কবীর তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই