‘ইউসুফ জুলেখা’ শুরু রোববার

এসএ টিভিতে রোববার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে বাংলায় ভাষান্তর (ডাবিং) করা ইরানি ধারাবাহিক ‘ইউসুফ জুলেখা’র প্রথম পর্ব।

ফার্সি ভাষায় নির্মিত মূল সিরিজের নাম ‘ইউসুফ-এ-পয়গম্বর’। এর আগে প্রচার হয়েছে লেবানন, সিরিয়া, ইরাক, বেলারুশ, আজারবাইজান, পাকিস্তান, ভারত ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশে। বেশির ভাগ দেশেই স্থানীয় ভাষায় ডাবিং করে প্রচার করা হয়।

‘ইউসুফ জুলেখা’য় ইসলাম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের নবী হযরত ইউসুফ (আ.)-এর জীবনের নানা ঘটনা স্থান পেয়েছে। এসেছে তাঁর বাবা হযরত ইয়াকুব (আ.)-এর সময়কার সামাজিক অবস্থা থেকে শুরু করে হযরত ইউসুফ (আ.)-এর জন্ম, ভাইদের হিংসা, কূপে নিক্ষেপ, যৌবনে মহাপরীক্ষা, জুলেখার অনৈতিক তৎপরতা, ইউসুফের অর্থমন্ত্রীর দায়িত্ব লাভ, জুলেখার পাপের প্রায়শ্চিত্ত ও বিয়েসহ নানা ঘটনা। সিরিজটির গল্পের অনুপ্রেরণা ইউসুফ (আ.) সম্পর্কিত কুরআন ও ইসলামী ঐতিহ্যে বর্ণিত কাহিনী।

‘ইউসুফ জুলেখা’ শুরু রোববার1

২০০৮ সালে ৪৫ পর্বে নির্মিত হয় সিরিজটি। প্রাচীন মিশরীর শহর ও পোশাক বাবদ খরচ হয় ২০ লাখ ডলারের বেশি। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা জামানি, মেহমুদ পাক নায়াত ও কাতাউন রিয়াহি। পরিচালনা করেন ফারাজুল্লাহ সালাসর।

ধারাবাহিকটির বাংলায় অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।



মন্তব্য চালু নেই