ইউপি নির্বাচন: হাটহাজারীতে আজ বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রের পূন: নির্বাচন

এম এ নুর মালেক, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আজ ৩১শে অক্টোবর সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাটহাজারীর বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন/১৬’র বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রে গুলোতে পূনরায় ভোট গ্রহণ অনুষ্টিত হচ্ছে, ৫ টি ইউনিয়নের স্থগিত পাঁচটি ভোটকেন্দ্রে আজ নির্বিঘ্নে ভোট দিবেন ভোটাররা।এজন্য প্রয়োজনীয় নিরাপওা ব্যবস্থা নিয়েছেন উপজেলা প্রশাসন।

জানা যায়, গুমানমর্দ্দন ইউনিয়নের গুমানমর্দ্দন কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় ওর্য়াড নং ৮,ভোটা সংখ্যা ১১০০জন,প্রতিদ্বন্দী হবে সংক্ষিত সাধারণ আসনের মধ্যে।

মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,ওর্য়াড নং ৪,ভোটার সংখ্যা ২৯০১জন,প্রতিদ্বন্দী হবে চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের মধ্যে।

ছিপাতলী ইউনিয়নের ছিপাতলী গাউছিয়া মাদ্রাসা,ওর্য়াড নং ৫,ভোটার সংখ্যা ৭৪৮জন, প্রতিদ্বন্দী হবে সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে।
মেখল ইউনিয়নেরর উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় ওর্য়াড নং ৩ ভোটার সংখ্যা ২৫৯৬জন, প্রতিদ্বন্দ্বী হবে চেয়ারম্যান ও সংক্ষিত সাধারণ আসনের মধ্যে।

চিকন্দন্ডী ইউনিয়নের ছালামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ওর্য়াড নং ৯,ভোটার সংখ্যা ৪০৭০জন, প্রতিদ্বন্দী হবে চেয়ারম্যান ও সংরক্ষিত সাধারণ আসনের মধ্যে।



মন্তব্য চালু নেই