ইউপি নির্বাচনে সহিংসতার সুযোগে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হওয়ার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি নির্বাচন কমিশন দেখভাল করছে। নির্বাচন কমিশন যেভাবে চাইবে, ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।’

রোববার বিকেলে ঢাকার নবাবগঞ্জ থানাধীন আগলা ইউনিয়নের গালিমপুরে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সংখ্যালঘুদের ওপর অতীতে হামলা হয়নি, আগামীতেও হবে না। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হবে।’

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রিজার্ভের টাকা চুরির বিষয়ে তিনি বলেন, ‘পুলিশের আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি সাইবার ল্যাব হয়েছে। টাকা কারা নিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তা শনাক্ত করা সম্ভব হয়েছে।’

তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন ও পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই