ইউনাইটেডের কোচ হচ্ছেন ইব্রাহিমোভিচ?
কদিন আগেই বলেছিলন তিনি ৫০ বছর পর্যন্ত ফুটবল খেলতে পারবেন। বর্তমানে খেলে চলছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
যদিও মাত্র ১ বছরের চুক্তি। এর মধ্যেই নতুন প্রস্তাব পেলেন ৩৫ বছর বয়সী এই সুইডিশ তারকা। ম্যান ইউয়ের পক্ষ থেকে নাকি তাকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে!
ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসেও ভেলকি দেখিয়ে যাচ্ছেন ইব্রা। ম্যানইউতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১১ গোল করেছেন তিনি। যা অন্যদের তুলনায় অনেক বেশি। তার এই পারফরমেন্সে কে বলবে যে অবসর নেওয়ার সময় হয়ে গেছে তার?
ইতোমধ্যেই কয়েকটি ক্লাবে খেলার জন্য আমন্ত্রণও পেয়েছেন তিনি। কিন্তু ম্যানইউ তাকে ছাড়তে চায় না। আর সে কারণেই তাকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আরও জানা গেছে এর পেছনে মূল থিংকট্যাংক নাকি খোদ ম্যানইউ কোচ হোসে মরিনহো। মরিনহোই নাকি এই ব্যাপরে সুপারিশ করেছেন। এখন দেখা যাক খোলেয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন কিনা ইব্রা।
মন্তব্য চালু নেই