ইউটিউবে ঝড় তুললেন ববি (ভিডিও)
এবার ইউটিউবে ঝড় তুললেন ববি অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ সিনেমার আইটেম গান। গানটির ভিডিওতে দেখা যাচ্ছে ববি তার সঙ্গিদের নিয়ে নাচছেন আর অপরদিকে মদের গ্লাস হাতে মিশা সওদাগার এটি উপভোগ করছেন।
গানের ভিডিওতে ববিকে খোলামেলা ভাবেই দেখা গেছে। পান, জর্দা, চমন শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দিপ ও কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি। এই গানটির সুর সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
ইফতেখার চৌধুরীর পরিচালনায় অ্যাকশন জেসমিন সিনেমাতে ববির নায়ক হলেন সাইমন। এছাড়াও ববি, মিজু আহমেদ, মিশা সওদাগর রয়েছেন এ সিনেমাতে।
২১ ফেব্রুয়ারি, শনিবার ইউটিউবে গানটি প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই বেশ সাড়া ফেলেছে গানটি। গানটি প্রকাশ করে ‘টাইগার মিডিয়া’।
মন্তব্য চালু নেই