ইউটিউবের শিক্ষা বিভাগে পর্নো ভিডিও!

জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে শিক্ষা সংশ্লিষ্ট ভিডিও কিন্তু নেহাৎ-ই কম নয়। গণিত থেকে শুরু করে মাইক্রোবায়লজির টিউটরিয়ালও রয়েছে এখানে। অথচ ইউটিউবের এতো সবের মধ্যে অনুপ্রবেশ করেছে পর্নো ভিডিও! তাও আর সাইটির শিক্ষা বিভাগে। শুনে চমকে গেলেও ঘটনা সত্যি। এই ওয়েবসাইটির শিক্ষা (এডুকেশনাল) বিভাগে এমনই পর্নো ভিডিওি রাখা ছিল।

জানা গেছে, উন্নত ক্যামেরার সাহায্যে ভিডিও করা হয় নারী-পুরুষের যৌনমিলন। পরে ভিডিওটি ইউটিউবে আপলোড করে শিক্ষা বিভাগে রাখা হয়। পর্নো ভিডিওটি একজন মহিলার যৌনাঙ্গের ভিতর থেকে তোলা।

দুই মিনিটের পর্নো ভিডিওটিতে যৌনমিলনের মুহূর্তটি পুরোপুরি দেখানো হয়েছে। আর পুরুষ যৌনাঙ্গও দেখানো হয়েছে সামনে থেকে। এতে করে ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে স্বাভাবিকভাবেই চলে আসে ভিডিওটি। সাধারণ সাইটে ভিডিওটি থাকায় যে কেউ এই ধরনের অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছে। ইউটিউবের দর্শকরাও ভিডিওটিকে পর্নো ভিডিও বলেই মনে করছে।



মন্তব্য চালু নেই