ইংল্যান্ড দলের সমুদ্র স্নানে নিষেদ্ধাজ্ঞা
কিছু দিন আগেই ব্রাজিল পাড়ি জমিয়েছে ইংল্যান্ড ফুটবল দল। ব্রাজিলের রিওডি জেনারিওর শহরের টিউলিপ হোটেলে অবস্থান করছেন জেরার্ড-ল্যাম্পার্ডরা। হোটেলের সামনেই চোখ জুড়ানো নীল সাগর। কিন্তু সেই সাগরে নামতে পারবেন না ইংল্যান্ডের ফুটবলাররা।
এই নিষেদ্ধাজ্ঞার কারণ হিসেবে জানা যায় যে সেই সমুদ্রের পানিতে আছে মারাত্মক সব ক্ষতিকারক জীবানু। যা টাইফয়েড, মেনিনজাইটিস, হেপাটাইটিসসহ আরও অনেক রোগের করণ হতে পারে। এই সমুদ্র সৈকতের কাছেই রয়েছে জনবহুল শহর সাও কনরাডো। স্থানীয়রা মজা করে বলে থাকে বৃষ্টি সেই শহরের ‘টয়লেট ফ্লাশ’ হিসেবে কাজ করে। আর সেই কারণেই এই পানি দূষণ।
কাছাকাছি থাকা রোচিনা বস্তির সব বর্জ্য পদার্থও সমুদ্রের পানিতে অপরিশোধিত অবস্থায় ফেলা হয়।
তাই বিশ্বকাপের আগে দলের কোন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। তাই খেলোয়াড়দেরকে হোটেলের বাইরে স্নান করতে নিষেধ করেছেন ইংলিশ কোচ রয় হজসন। অবশ্য টিউলিপ হোটেলে গোসলের ব্যবস্থাটা ভালই। তাই এই নিয়ে খুব বেশী চিন্তিত নয় ইংল্যান্ডের বিশ্বকাপ শিবির।
মন্তব্য চালু নেই