ইংল্যান্ডে বিমানবন্দরে লাঞ্ছিত সাঙ্গাকারা

কুমার সাঙ্গাকারা টুইটারে নিজেই লিখেছেন, ‘১৫ বছর ধরে ইংল্যান্ডে যাতায়াত করছি; এমন ঘটনার মুখোমুখি আগে কখনো হইনি।’ সম্প্রতি ইংলিশ কাউন্টি দল সারের হয়ে খেলতে যুক্তরাজ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অভিবাসন কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন তিনি। কেবল রুটিন জিজ্ঞাসাবাদ হলেও কথা ছিল, শ্রীলঙ্কার এই ক্রিকেট ‘গ্রেট’কে নাকি রীতিমতো নাজেহালই করেছেন তারা।

a-300x232

টুইটারবার্তায় ঘটনার পুরোটা না জানালেও সেখানে সাঙ্গাকারা ইঙ্গিত দিয়েছেন, লন্ডন বিমানবন্দরের এক অভিবাসন কর্তা তার সঙ্গে যে আচরণ করেছেন, সেটা একজন সেলিব্রেটি ক্রিকেটার হিসেবে তো বটেই, একজন সাধারণ নাগরিক হিসেবেও প্রত্যাশিত ছিল না সাঙ্গাকারার কাছে।

সাঙ্গাকারা তার টুইটার বার্তায় ওই অভিবাসন কর্মকর্তাকে ‘দুর্মুখ’ আর ‘অভদ্র’ হিসেবে অভিহিত করে লেখেন, ‘সবকিছু বাদ দিন, একজন সাধারণ নাগরিক হিসেবেও সাধারণ সৌজন্য ও ভদ্র আচরণের প্রত্যাশা কী খুব বাড়াবাড়ি? ’

saf-300x132

টুইটারে তার শেষ লাইনটি ছিল অনেকটা এমন, ‘এটা ঠিক যে অনেক সময় অভিবাসন কর্তাদের নিরাপত্তার স্বার্থে অনেক অপ্রিয় কাজ করতে হয়, কিন্তু একজন ভ্রমণপ্রার্থী ভালো আচরণ আশা করতেই পারে।



মন্তব্য চালু নেই