ইংরেজি দৈনিক নিউ এজ’র ঢাবি প্রতিবেদকে পুলিশ কর্তৃক পিটুনির ঘটনায় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন
রোববার ইংরেজি দৈনিক নিউ এজ’র ঢাবি প্রতিবেদক নাজমুল হুদা সুমন রাজধানীর বিজয় নগরে অমানবিক ভাবে পুলিশ কর্তৃক পিটুনির ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
সোমবার সংগঠনের সভাপতি ওমর ফারুক সোহান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার মিলন এক যৌথ বিবৃতিতেবলেন, এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁরা অবিলম্বেউক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।
উল্লেখ্য, রোববার (০১ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ইংরেজি দৈনিক দ্য নিউ এজ’র ঢাবি প্রতিনিধি নাজমুল হুদা সুমন পুলিশের বেধড়ক পিটুনির শিকার হন।
মোটরসাইকেলের পেছনে আরোহী বহনে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে তাকে পেটানো হয়।
মন্তব্য চালু নেই