আ.লীগ নেতার পা কেটে নিল দুর্বৃত্তরা

সিলেটের জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল মালিকের বাম পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ২টার দিকে দুর্বৃত্তরা বেড়া কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আবদুল মালিকের পা কেটে দেয়।

গুরুতর আহত আবদুল মালিককে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবদুল মালিক জকিগঞ্জ ইউনিয়নের উত্তর বাখরশাল গ্রামের মোশাহিদ আলীর ছেলে।

জকিগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ২টার দিকে আবদুল মালিকের ঘরের পেছন দিকের বেড়া কেটে ভেতর ঢুকে দুর্বৃত্তরা। তারা আবদুল মালিকের স্ত্রীর হাত-পা বেঁধে রেখে ধারালো অস্ত্র দিয়ে আবদুল মালিকের বাম পায়ে জখম করে। এতে তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আবদুল মালিককে প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়।

জকিগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই