আ.লীগ নেতাকে অপহরণের পর হত্যা
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মাদবরকে (৫৫) অপহরণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে।
পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকেরা তাকে অপহরণের পর হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিলাশপুর ইউনিয়নের আকন কান্দি ব্রিজের নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ ১৫-২০ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এ নিয়ে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজ্জাক মাদবর বিলাশপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের একটি সন্ত্রাসী দল তাকে অপহরণ করে ট্রলারে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
রাত সাড়ে ১১টার দিকে বিলাশপুর ইউনিয়নের আকন কান্দি ব্রিজের নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এ ঘটনায় জাজিরা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই