আ.লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, ধর্মহীনতায় নয়
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লতিফ সিদ্দিকীর বক্তব্য গ্রহনযোগ্য নয়। চলার পথে ভুল ত্রুটি হতে পারে কিন্তু আওয়ামী লীগ শোধরাতে জানে। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, ধর্মহীনতায় নয়।’
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ হাসিনা বলেন, ‘লতিফ সিদ্দিকী গর্হিত কাজ করেছেন। তার বক্তব্যে মুসলমানেরা আঘাত পেয়েছেন। এ জন্য তাকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’
মন্তব্য চালু নেই