আ.লীগের সম্মেলন : ২২ ও ২৩ অক্টোবর কঠোর নিরাপত্তা সোহরাওয়ার্দী উদ্যানে

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার বলয়ে থাকবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলটির স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সম্মেলনকে শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহীনির পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান নিরাপত্তার বলয়ে ডাকা থাকবে।’

সভায় স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির কমিটির সদস্য সচিব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংসদ আসলামুল হকসহ কমিটির অন্যান্য সদস্যরা।



মন্তব্য চালু নেই