আ. লীগের সম্মেলনে যোগ দিতে ঢাকায় ভারতের ক্ষমতাসীন দলের নেতা
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ত্রিপুরা রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।
শুক্রবার বিকেলে তিনি সস্ত্রীক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র আখাউড়া চেকপোস্টের অভ্যর্থনা কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজেপি নেতা বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি যে ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটি বাংলাদেশের মানুষ আগে থেকেই আঁচ করতে পেরেছিলো। নির্বাচনের আগে আমি পারিবারিক কাজে বাংলাদেশে এলে কুমিল্লার একটি বন্দর দিয়ে প্রবেশের পর সেখানকার এক রিকশাচালক আমাকে এমন কথা বললে আমি অবাক হই।
তিনি বলেন, আগের যে কোনো সরকারের চেয়ে বাংলাদেশের সঙ্গে বিজেপির সম্পর্ক অত্যন্ত ভালো।
আখাউড়া স্থলবন্দরে বিজেপির এ নেতাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার।
মন্তব্য চালু নেই