আ.লীগের মনোনয়নপত্র বিতরণ ১ ও ২ অক্টোবর
টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে আগামী ১ ও ২ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ করবে আওয়ামী লীগ। ৩ অক্টোবর ফরম জমা নেওয়া হবে। আর ৬ অক্টোবর প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
পরে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। এবার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।
সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও ড. আলাউদ্দিন।
মন্তব্য চালু নেই