আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে, বোমা বিস্ফোরণ, আহত ১৫

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরাঞ্চলে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়ে চলে ১০টা পর্যন্ত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং ইসলামপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান টিপুর সঙ্গে জামায়াত-বিএনপি ছেড়ে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া নূরুজ্জামান ও জসিমের বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে ওই এলাকায় এর আগেও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই জেরে আজও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এবং ইসলামপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান টিপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে নূরুজ্জামান ও জসিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি।



মন্তব্য চালু নেই