আ.লীগের কাছে বিএনপি শিশু: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি কূটনীতিতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। একের পর এক ভুল করে বিএনপি এখন পথহারা পথিকের মত। আন্দোলনে আওয়ামী লীগের কাছে বিএনপি শিশু।’
শনিবার দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিদেশিদের কাছে নালিশ আর দেশের অভ্যন্তরে অভিযোগ নিয়ে হচ্ছে বিএনপির রাজনীতি। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে বিএনপি নালিশ করলেও তাতে সরকারের ভাবমূর্তি আরও উজ্জল হয়েছে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতি নিয়ে হতাশ হলে চলবে না। লেগে থাকতে হবে, লেগে থাকলে ভালো ফলও পাওয়া যাবে। আওয়ামী লীগের কোনো দৃশ্যমান প্রতিপক্ষ নেই। আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয়। রাজনীতি এক দিনের ব্যাপার নয়। লেগে থাকলে সফলতা আসবে। তিন বছর মন্ত্রী ছিলাম না। উল্টো পাল্টা কথা বললে এখন মন্ত্রীও হতে পারতাম না।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ প্রমুখ।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবদুল মমিন বিএসসি, আবু তাহের, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন এবং শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সুজিত রায় নন্দি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীমসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, মন্ত্রী জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই