আ.লীগের অনেকেই চেয়েছিলেন হাসিনা কারাগারে থাক : হাসান মাহমুদ

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. খন্দকার হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাই চেয়েছিলো শেখ হাসিনা কারাগারে থাকুক। যদিও তারা শেষপর্যন্ত নেত্রীর কাছে এসে সারেন্ডার করেছিল।

বুধবার বিকেলে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা যদি জোর করে ক্ষমতায় থাকতে চাইতো তাহলে ১৯৮২ সালেই তিনি তা করতে পারতেন। শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত বইছে তাই হয়তো তিনি তা করেননি।’

তিনি আরো বলেন, ‘নেত্রী আপোষের রাজনীতি করেন না। তাতে তার উপরে যে ধরনের আঘাত আসুক না কেন তিনি তা মাথা পেতে নিবেন কিন্তু আপোষ করবেন না।’ অনুষ্ঠানে যুব লীগের নেতারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই