‘আ.লীগকে ভুলের খেসারত দিতে হবে’
৫ জানুয়ারির নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক ভুল, এ দাবি করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এখন সেই ভুলের খেসারত তাদেরই (আওয়ামী লীগ) দিতে হবে।’
শনিবার বিকেলে দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, ‘ওই নির্বাচন করে তারা রাজনৈতিক ভুল করেছে। সেই ভুলের খেসারত আওয়ামী লীগ ও তার দোসরদেরই দিতে হবে। এর দায় জনগণ নেবে না।’
বিএনপিসহ ২০ দলীয় জোট ও অন্যান্য সব গণতান্ত্রিক দল সেই প্রহসনের নির্বাচন বর্জন করে ঐতিহাসিক সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলেও দাবি করেন তিনি।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সাংবিধানিক, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনের সব দরজা বন্ধ করে দিয়ে সরকারই জনগণকে বাধ্য করেছে রাজপথে অবিরাম সংগ্রামে লিপ্ত হতে। খালেদা জিয়াকে অঘোষিত কারাগারে রুদ্ধ করে সরকারের গদি রক্ষার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। গণআন্দোলনের বিজয়ের মধ্য দিয়েই জনগণ তাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্ত করবে।’
প্রধানমন্ত্রীর হুকুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের নৃশংস কায়দায় ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করছে বলে অভিযোগ করেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব। তিনি বলেন, ‘সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ওইসব কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রণয়ন করছে বলেও জানান তিনি।
দেশব্যাপী পেট্রোল বোমা নিক্ষেপসহ অন্যান্য সহিংসতার জন্য ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপির এই নেতা বলেন, ‘এ ধরণের নাশকতামূলক কর্মকা-ে তারা (বিএনপি নেতৃত্বাধীন জোট) আদৌ জড়িত নয়। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকারই এ ধরনের নাশকতামূলক কর্মকা- করে বিরোধী দলের ওপর দায় চাপানো অব্যাহত রেখেছে।’
শুক্রবার রাতে গাইবান্ধার তুলশীঘাটে যাত্রীবাহী বাসে বর্বরোচিত পেট্রোল বোমা হামলার ঘটনায় খালেদা জিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান তিনি। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সালাহ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রীর ছেলে ও তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দেওয়া বক্তব্যের প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জয় অস্ত্রের ভাষায় কথা বলে মুজিব বংশীয় রক্তের প্রতিধ্বনি করেছেন। রাজনীতির পাঠশালায় বাল্যশিক্ষা শ্রেণি অতিক্রম না করার আগেই ভাষণ দেওয়া শুভ লক্ষণ নয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে রাজনৈতিক সমস্যার জন্ম দিয়েছেন শেখ হাসিনা, সেই সংশোধনী বাতিল করে সমাধান তাকেই করতে হবে।’
চলমান সরকারবিরোধী আন্দোলনে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানান তিনি। একই সঙ্গে অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ।
মন্তব্য চালু নেই