আ.লীগকে ব্যর্থ বলেছেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত : মির্জা ফখরুল
বিদায়ী জার্মান রাষ্ট্রদূত চলে যাওয়ার সময় নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনায় আওয়ামী লীগকে ব্যর্থ বলেছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিদায়ী জার্মান রাষ্ট্রদূত চলে যাওয়ার আগে আওয়ামী লীগকে ব্যর্থ বলে গেছেন।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, ‘অবৈধ সরকারকে অবৈধ বললে তারা অসন্তুষ্ট হন। তারা বলেন, আমরা (আওয়ামী লীগ) না বিএনপি অবৈধ।’
তিনি বলেন, ‘বিএনপি অবৈধ না। বিএনপির জন্ম গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আওয়ামী লীগ বিলুপ্ত করে শেখ মুজিব বাকশাল করেছিলেন। ওই সময়ে যে সমাজতন্ত্র করা হয়েছিল তা লুটপাটের জন্য।’
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করেছে। ৭২-৭৫ সালে যেমন করেছিল এখনো তেমন করছে। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আওয়ামী লীগই আওয়ামী লীগকে খুন করছে, গুম করছে।’
সবার কাছে গ্রহণযোগ্য এবং সব দলের অংশগ্রহণে অতি শিগগিরই নির্বাচন দাবি করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।
মন্তব্য চালু নেই