আ.লীগকে না পেলে অন্য দল নিয়ে জাতীয় ঐক্য করবে বিএনপি

সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যে আওয়ামী লীগকে পাশে চায় বিএনপি। তবে এই উদ্যোগে আওয়ামী লীগ সাড়া না দিলে অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি ঐক্য প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন কারো একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

তিনি অভিযোগ করেন, জঙ্গিবাদ দমনে সরকারের আগ্রহ নেই। তারা বিরোধী দল দমনে সচেষ্ট। জঙ্গিদের গ্রেফতার না করে তাদের হত্যা করে মূল উদঘাটনকে আরো দুরুহ করে তুলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আজম খান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।



মন্তব্য চালু নেই