আ.লীগও আজ সংবাদ সম্মেলন করবে

আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগও সংবাদ সম্মেলন করবে।

আজ শুক্রবার বিকেলে খালেদা জিয়ার বক্তব্যের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের ঘনিষ্ঠসূত্র এই তথ্য  নিশ্চিত করেছে।

সূত্র জানান, খালেদা জিয়ার বক্তব্যের পরপরেই এই সংবাদ সম্মেলন করা হবে। তবে এ ব্যাপারে কোন নেতা বক্তব্য রাখবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি।

আগামীকাল শুক্রবার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দেশের চলমান পরিস্থিতিতে দল ও জোটের অবস্থান ব্যাখ্যা করবেন বিএনপি চেয়ারপারসন এবং ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া।



মন্তব্য চালু নেই