আয়ারল্যান্ডের রেডিওতে বেজে উঠলো বাংলা গান!
আয়ারল্যান্ডের এক রেডিও থেকে প্রথমবারের মতো বাংলা ভাষার গান সম্প্রচার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে সেখানকার রেডিও স্টেশন কেসিএলআর এফএম ৯৬-তে বাংলা গান বাজানো শুরু হয়। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্যে নিয়োজিত বাংলাদেশের প্রেস মিনিস্টার নাদীম কাদির গত ফেব্রুয়ারিতে আয়ারর্যান্ডের কিলকেনিতে অবস্থিত কেসিএলআর-এর স্টেশন পরিদর্শন করেন।
ওই রেডিওর প্রধান নির্বাহী জন পুরসেলের উপস্থাপনায় ‘ডিস্টেন্ট নয়েজেস’ নামের একটি অনুষ্ঠানে বাজানো হয় বিশ্বের বিভিন্ন সংস্কৃতির গান।
ওই এলাকায় বাংলাদেশিরাও বসবাস করেন। তাই অন্য গানের পাশাপাশি রেডিও স্টেশনটিতে যেন বাংলা গানও নিয়মিত বাজানো হয় তা নিশ্চিত করতে বেশ কিছু সিডি সরবরাহ করা হয়।
জন পুরসেল নাদীম কাদিরকে বৃহস্পতিবার থেকে বাংলা গান প্রচারের ব্যাপারে আশ্বস্ত করেন। অনুষ্ঠানটিতে বাংলা গান যুক্ত করায় পুরসেল ও তার দলকে ধন্যবাদ জানান কাদির।
কিলকেনি এবং পাশ্ববর্তী কারলোর প্রায় এক লাখ বাসিন্দা কেসিএলআর-এর শ্রোতা। ইন্টারনেটে www.kclr96fm.com এ রেডিওটি লাইভ শোনা যাবে।
মন্তব্য চালু নেই