আয়নাবাজি দেখে মুগ্ধ সংস্কৃতিমন্ত্রী

নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি দেখে দারুণ প্রশংসা করলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টার শোতে রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবিটি উপভোগ করেন তিনি।

ছবিটি দেখার পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘‘আয়নাবাজি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। আমি এর আগে অনেক চলচ্চিত্র দেখেছি। চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে অনেকেই নাটক-টেলিফিল্ম নির্মাণ করে ফেলেন। কিন্তু অমিতাভ একটি চলচ্চিত্রই নির্মাণ করেছে। এর গল্প এবং এতে যারা অভিনয় করেছেন বিশেষ করে চঞ্চল চৌধুরী খুব ভালো অভিনয় করেছে। পুরো ‘আয়নাবাজি’ টিমের জন্য আমার শুভ কামনা।’’

এ সময় আসাদুজ্জামান নূরের সঙ্গে চলচ্চিত্রটি উপভোগ করেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী। চলচ্চিত্রটির প্রদর্শনীর শুরু থেকেই সিনেপ্লেক্সভর্তি দর্শক বেশ মনোযোগ দিয়ে উপভোগ করেন।

নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, ‘সর্বশেষ ফারুকীর টেলিভিশন চলচ্চিত্রটি দেখেছিলাম। বেশ কয়েকবছর পর কোনো ভালোলাগার মতো চলচ্চিত্র দেখছি। আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে।’

গীতি আরা সাফিয়া বলেন, ‘প্রায় বিশ বছর পর হলে গিয়ে সিনেমা উপভোগ করেছি। খুব ভালো একটি সিনেমা দেখলাম। পুরো আয়নাবাজি টিম যে অনেক কষ্ট করেছে তা আয়নাবাজি দেখলেই বুঝা যায়।’

এদিকে গতকাল ১১টার শোতে সাধারণ দর্শকের সঙ্গে আয়নাবাজি উপভোগ করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নাটক ও চলচ্চিত্র নির্মাতা শিহাব শাহীন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম, চিত্রনায়িকা আইরিনসহ অন্য তারকারা।



মন্তব্য চালু নেই