আড়াইটায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টের প্রথম দিন বুধবার ফতুল্লায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ৫০ শতাংশ। বৃষ্টিও হয়েছিল। আর তাতে নির্ধারিত ৯০ ওভারের মধ্যে প্রথম দিনে খেলা হয়েছে ৫৬ ওভার। ৩৪ ওভার বাকি থাকতেই দিন শেষ!

বৃহস্পতিবার ফতুল্লার আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়, এদিন এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। এরই মধ্যে সকালে একপশলা বৃষ্টি হয়ে গেছে। দুপুর ১২টা পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। প্রথম সেশনে কোনো খেলা হয়নি। এমনকি মাঠ পরিচর্যা কর্মীরাও মাঠে প্রবেশ করেনি।

দুপুর আড়াইটায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। এরপর দ্বিতীয় দিনের খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

এদিকে ভারত-বাংলাদেশের খেলোয়াড়রা রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রয়েছেন। মধ্যাহ্ন ভোজ শেষ করে হোটেলে অলস সময় কাটাচ্ছেন তারা। এমন অবস্থায় দ্বিতীয় দিনে কখন খেলা শুরু হবে, নাকি বল মাঠেই গড়াবে না, সেটাই এখন দেখার অপেক্ষা!

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৩৯ রান। রানরেট ৪.২৬। মাত্র এক পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ ৫৬ ওভারে ভারতের একটি উইকেটও ফেলতে পারেনি। স্বাগতিকদের একাদশ নিয়েও বেশ সমালোচনা চলছে।



মন্তব্য চালু নেই