আহতদের সাহায্য না করার অভিযোগ থেকেও অব্যাহতি পেলেন সালমান

কিছুদিন আগেই নির্দোষ প্রমাণিত হয়ে ২০০২ সালের হিট অ্যান্ড রান কেস থেকে রেহাই পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। দুর্ঘটনার পর আক্রান্তদের সাহায্য না করে পালিয়ে যাওয়ার অভিযোগ থেকেও সম্প্রতি সালমানকে নিষ্কৃতি দিয়েছে মুম্বাই কোর্ট।

মামলার পক্ষের জবানবন্দি অনুসারে ২০০২ সালে ২৮ সেপ্টেম্বর রাতে ফুটপাতে ঘুমন্ত মানুষের উপর গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান সালমান। সেই দুর্ঘটনায় একজন নিহত হয়, এবং চারজন গুরুতর আহত হয়। কিন্তু আহতদের কোনরকম সহায়তা না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান এই অভিনেতা।

যদিও আইনের ধারায় আছে, গাড়ি দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক সুচিকিৎসা নিশ্চিত করা শুধু চালক নয়, দুর্ঘটনায় দায়ি সবার দায়িত্ব। অথচ সালমানকে এই অভিযোগ থেকেও বেকসুর অব্যাহতি দিয়েছে আদালত।
মামলাটির বিচারক তার পক্ষে রায় দিয়ে জানিয়েছেন, দুর্ঘটনার পর সে জায়গায় এতো ভিড় হয়, যে কারণে সালমানকে সেখান থেকে বাধ্য হয়ে চলে আসতে হয়।



মন্তব্য চালু নেই