‘আস্ত মানুষ’ গিলে খেল পাইথন!

ইন্দোনেশিয়ায় ২৫ বছরের এক যুবককে গিলে খেয়ে ফেলেছে বিশাল আকৃতির এক পাইথন! রবিবার দেশটির সুলাউইসি দ্বীপের একটি পামওয়েল ক্ষেত থেকে নিখোঁজের তিনদিন পর আজ বুধবার পাইথনের পেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসির।

ইন্দোনেশিয়ার পুলিশ জানায়, নিখোঁজ যুবকের খোঁজ করতে গিয়ে তারা নড়াচড়া করতে না পারা বিশাল আকৃতির একটা পাইথনের দেখা পাই। তখন তাদের সন্দেহ হলে তারা ২৩ ফুট লম্বা পাইথনের পেট কেটে আকবর নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে।



মন্তব্য চালু নেই